Air fares from Dhaka to Dubai 2023
ঢাকা টু দুবাই বিমান ভাড়া ২০২৩
ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫৪ হাজার ৯৯৯ টাকা । রিটার্ন ভাড়া ৭৩ হাজার টাকা ।
দুবাই-ঢাকা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া এক হাজার ৬৭০ এইডি এবং রিটার্ন ভাড়া ২ হাজার ৭৫৩ এইডি নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।
বিজনেস ক্লাসের জন্য ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ে ৭৯ হাজার ২০০ টাকা এবং রিটার্ন ভাড়া এক লাখ ৫৩ হাজার ৫২৬ টাকা।
অপরদিকে দুবাই-ঢাকা রুটে বিজনেস ক্লাসের ওয়ানওয়ে ভাড়া দুই হাজার ৬২০ এইডি এবং রিটার্ন ভাড়া চার হাজার ৪৫৩ এইডি।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট তেরটি এয়ারক্রাফট রয়েছে।
ঢাকা থেকে দুবাই সরাসরি ফ্লাইটের দ্রুততম ফ্লাইট সময় ৫ ঘন্টা ১৫ মিনিট। গড় ফ্লাইট সময় ৫ ঘন্টা ৩৭ মিনিট. স্টপওভার সহ ফ্লাইটের জন্য দ্রুততম ফ্লাইট সময় ৭ ঘন্টা ১০ মিনিট। ঢাকা থেকে দুবাইয়ের মধ্যে ফ্লাইটের দূরত্ব ৩৫৪৯ কিলোমিটার। ৪টি এয়ারলাইন্স রয়েছে যারা ঢাকা থেকে দুবাই সরাসরি ফ্লাইট অফার করে। ঢাকা থেকে দুবাই যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন হল এমিরেটস।
সাম্প্রতিক মন্তব্য
#জগদীশ রায়
ঢাকা টু দুবাই যাতায়াত প্লেন টিকিট বুকিং 1 ফেব্রুয়ারি টু 5 ফেব্রুয়ারি#Imam Hossain
ডুবাই -ঢাকা যাওয়ার বর্তমান প্লাইট এর দম কত,,?সিংগেল টিকেক এর-#Mohammad Kisar
ঢাকা টু দুবাই বর্তনান ভাড়া ১৪ মে ২০২২#মিজান
ঢাকা টু দুবাই বিমান ভাড়া কত? যাত্রী সরাসরি টিকেট করতে পারে কি না?#মোঃফোরকান মিয়া
ঢাকা টু দুবাই টিকিট দাম কত#MD Mamun Khan
ঢাকা টু দুবাই বর্তমান ভাড়া কত#কামরুন্নাহার
ডুবাই-ঢাকা আসা যাওয়ার ফ্লাইট এর বর্তমান দাম কত?দাম কমবে কিনা#হাসান উল্লাহ
ঢাকা থেকে দুবাই বিমান ভাড়া কত