অনন্ত জলিল-Biography Of Ananta Jalil
Ananta Jalil

Ananta Jalil

অনন্ত জলিল এর জীবনী

নাম: মো. আব্দুল জলিল অনন্ত

জন্ম: ১৭ এপ্রিল ১৯৭৮ (বয়স ৪৩)

নাগরিকত্ব: বাংলাদেশি

শিক্ষা: ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাশন ডিজাইনিং

পেশা: অভিনেতা ,ব্যবসায়ী

প্রতিষ্ঠান: অজি গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, মুনসুন ফিল্মস

পরিচিতির কারণ: অ্যাকশন সিনেমা

উচ্চতা: ৫ ফু ৭ ইঞ্চি

দাম্পত্য সঙ্গী: আফিয়া নুসরাত বর্ষা

সন্তান: আরিজ ইবনে জলিল, আবরার ইবনে জলিল

ওয়েবসাইট: ww25.anantajalil.co

জন্মঃ

এম.এ. জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। ১৭ এপ্রিল ১৯৭৮ সালে মুন্সীগঞ্জ জেলায় জন্ম গ্রহন করেন। তিনি তার বড়ো ভাই মুন্সীগঞ্জ জেলায় বাবার কাছে বড়ো হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান।

শিক্ষাঃ

অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।

কর্মজীবনঃ

জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৯ সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।

সামাজিক কর্মকাণ্ডঃ

অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল। তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণকাজেও অবদান রাখেন। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার। চলচ্চিত্র সংশ্লিষ্ট এমন ২৬০ জনের পরিবারকে সহযোগিতা করতে এগিয়ে এলেন শিল্পপতি, চিত্রনায়ক ও নির্মাতা অনন্ত জলিল। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির উদ্যোগে ২৬০ জনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েছেন অনন্ত। এদের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সমিতি, অ্যাসিসট্যান্ট প্রোডাকশন ম্যানেজার সমিতি ও মেকআপ আর্টিস্ট সমিতির সদস্যরা।

সিনেমাঃ

প্রথম সিনেমা “খোঁজ- দ্যা সার্চ” তেমন ব্যবসা সফল না হলেও পরবর্তীতে ‘হৃদয় ভাঙা ঢেউ’ এবং ‘নিঃস্বার্থ ভালোবাসা’ পায় ব্যাপক জনপ্রিয়তা। ধারণা করা হয় এই তারকার ব্যক্তিগত জীবনের আলোকেই তৈরি করা হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা সিনেমাটি।

উল্লেখযোগ্য কর্মঃ

খোঁজ-দ্যা সার্চ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম ২

মুসা বিন শমসের এর সম্পদের পরিমান,বয়স,সন্তান ও জীবনী - Musa bin Shams' wealth, age, children and biography
আয়েশা আব্দুল বাসিত এর জীবনী-Biography of Ayesha Abdul Basit
উড়োজাহাজ উড়ো উড়ো-Urojahaz Uro Uro
মিশা সওদাগর এর জীবনী-Biography of Misha Saudagar
আবুল হাসনাত আবদুল্লাহ এর পরিচয় ও জীবনী - Abul Hasnat Abdullah's identity and biography
বাংলাদেশের সেরা ১০ জন কবি
কিম নামজুন এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - Kim Namjoon's identity, biography, age and birthday
সুলতানা কামাল খুকী এর জীবনী - Biography of Sultana Kamal Khuki
কে সবার মূল-Ke Sobar Mul
সাদিকা পারভিন পপি এর জীবনী-Biography of Sadika Parveen Poppy