ফারজানা ব্রাউনিয়া এর জীবনী Biography of Farjana Brownie

নাম: ফারজানা ব্রাউনিয়া

জন্ম: ১৭ মার্চ ১৯৮১

বাসস্থান: ঢাকা, বাংলাদেশ

জাতীয়তা: বাংলাদেশী

শিক্ষা: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক (বিএসএস) এবং সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেছেন।

পেশা: ফারজানা ব্রাউনিয়া স্বপ্ন দেখেছিলেন সংবাদপাঠিকা হওয়ার। হয়েছেন সফল উপস্থাপিকা ও নির্মাতা। ২০০০ সালে বিটিভিতে সংবাদপাঠিকা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। ইংরেজি সংবাদ পাঠ করতেন তিনি। ২০০১ সালে বিটিভিতেই তাঁর ডাক পড়ে 'নবাগত' অনুষ্ঠানটি উপস্থাপনার। সংবাদপাঠ ও উপস্থাপনা তখন পাশাপাশি চলতে থাকে। ভিন্নমাত্রার উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পাওয়ার যে কয়টি হাতেগোনা উদাহরণ আমাদের দেশে রয়েছে, তার অন্যতম একজন ফারজানা ব্রাউনিয়া। মিডিয়ার প্রতি তার চিরন্তন আগ্রহের জায়গা থেকেই এক সময় তিনি যুক্ত হন চ্যানেল আইয়ের সাথে। তিনি জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এ সব অনুষ্ঠানের মধ্যে রয়েছে গেম শো লেটস মুভ, রাজনীতিভিক্তিক শো হাঁড়ি কড়াই রান্নার লড়াই, চ্যানেল আই সেরা কণ্ঠ অন্যতম। এসব অনুষ্ঠানে কখনও কখনও তিনি লাইভ উপস্থাপনাও করেছেন। ব্রাউনিয়া একজন নির্মাতাও। ২০০৬ সালে নির্মাতা হিসেবে প্রথম কাজ 'চান্স ৫০-৫০'। 'সেরাকণ্ঠ'র দ্বিতীয় আসর তিনিই নির্মাণ করেন।

সংগঠন:  স্বর্ণকিশোরী নেটওয়ার্ক

স্বামী: মিনহাজ কিবরিয়া,

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী(বর্তমান)

ওয়েবসাইট: www.shornokishoree.org

তামিম শাহরিয়ার সুবিন এর জীবনী-Biography Of Tamim Shahriar Subeen
তারেক মাসুদ এর জীবনী-Biography of Tareq Masood
মিখাইল কালাশনিকভ এর জীবনী - Biography of Mikhail Kalashnikov
আবুল হাসনাত আবদুল্লাহ এর পরিচয় ও জীবনী - Abul Hasnat Abdullah's identity and biography
সায়মা ওয়াজেদ পুতুল এর জীবনী - Biography of Saima Wazed Putul
আইয়ুব বাচ্চুর জীবনী - Biography of Ayub Bachchu
মাওলানা রাফি বিন মুনির এর জীবনী - Biography of Maulana Rafi Bin Munir
ফাতিহা আয়াতের বয়স, শিক্ষা ও জীবনী
টিউলিপ সিদ্দিকী এর পরিচিতি ও জীবনী - Introduction and biography of Tulip Siddiqui
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর