যত দিন থাকবে সুন্দরী নারী ধর্ষণ চলবে : রুদ্রিগো দুতের্তে


সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়, দাভাওতে ধর্ষণের পরিসংখ্যান বিষয়ে পুলিশের একটি রিপোর্ট নিয়ে বলতে গিয়ে রুদ্রিগো দুতের্তে বলেন, ‘পুলিশ জানিয়েছে দাভাওতে ধর্ষণের ঘটনা বাড়ছে। আমি বলব, যত দিন সুন্দরী নারী বেশি থাকবে, তত দিন পর্যন্ত ধর্ষণ চলতে থাকবে।’


বিতর্কিত মন্তব্য করে আবারো সমালোচনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। গত বৃহস্পতিবার এক জনসভায় ‘ধর্ষণ’ নিয়ে রসিকতা করায় সমালোচিত হন তিনি।

এই বক্তব্যের যুক্তি হিসেবে দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রথম অনুরোধে কেউ সম্পর্কে আসে না। বিশেষ করে নারীরা তো নই। প্রথম আবেদনে কেউ যদি সাড়া না দেয়, তাহলে তো ধর্ষণ করতে হয়।’

ফিলিপাইনের প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যে তীব্র সমালোচনা করেছে দেশটির একাধিক নারী সংগঠন। তাদের মতে, প্রেসিডেন্টের এমন অশ্লীল কথায় আমল না দেওয়াই ভালো।

রডরিগো দুতার্তের এমন মন্তব্য এটাই প্রথম নয়। এর আগে বহুবার নারী বিদ্বেষী ও অশ্লীল মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি।

বিশ্বের ধনী দেশের শীর্ষ ১০ তালিকা
ভারতের জাতীয় উদ্যান তালিকা-List Of National Parks Of India
কলকাতার ৩০টি বিখ্যাত জায়গা-Famous place in Kolkata
অভিযুক্ত যুবকের সঙ্গেই আইনজীবী ও পুলিশ বিয়ে দিল তরুণীর
সৌদি আরবে কনসার্ট, গাইবেন নিকি মিনাজ
কালো টাকা গেল কোথায়?
গরুকে ধর্ষণ,যুবক গ্রেফতার
সাগরে ভাসমান ৭০ জনের মধ্যে ৬৪ বাংলাদেশি, নিতে চাচ্ছে না কেউ
স্বামীকে মার, যুবতীর হাত-পা বেঁধে গণধর্ষণ
তিন যুবরাজ কোথায় ?