বিশ্বের ধনী দেশের শীর্ষ ১০ তালিকা
বিশ্বের ধনী দেশ কাতার

বিশ্বের ধনী দেশের শীর্ষ ১০ তালিকা

১. কাতার

মাথাপিছু জিডিপি ১ লাখ ৪৬ হাজার ১১ ডলার।

মাত্র ২০ লাখের বেশি নাগরিক নিয়ে এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০ হাজার কোটি ডলার আর মাথাপিছু আয় ৯৩ হাজার ৪০০ ডলার। মধ্যপ্রাচ্যের উপদ্বীপ খ্যাত কাতারের অর্থনীতি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। দেশটির রপ্তানি আয়ের ৮৫ ভাগই আসে পেট্রোলিয়াম রপ্তানি থেকে।

২. লুক্সেমবার্গ

মাথাপিছু জিডিপি ৯৪ হাজার ১৬৭ ডলার।

ইউরোপের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি লুক্সেমবুর্গকে বলা হয় ‘ট্যাক্স হ্যাভেন’ বা করের স্বর্গ। বিশ্বের অন্যান্য দেশের ধনকুবের ব্যবসায়ীরা নিজে দেশের উচ্চ কর হার এড়াতে তাই বসবাসের জন্য বেছে নেন লুক্সেমবুর্গকে। দেশটির বর্তমান মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

৩. সিঙ্গাপুর

মাথাপিছু জিডিপি ৮৪ হাজার ৮২১ ডলার

সিঙ্গাপুরের জনসংখ্যা মাত্র ৫৫ লাখ আর মাথাপিছু আয় ৫৬ হাজার ডলার। এশিয়ার দেশগুলোর পারস্পরিক ব্যবসা-বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সিঙ্গাপুর। তেমন কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও ব্যবসা-বাণিজ্য করেই আজকের এ অবস্থানে এসেছে দেশটি।

৪. ব্রুনাই

মাথাপিছু জিডিপি ৮০ হাজার ৩৩৫ ডলার

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ধনী দেশ ব্রুনেই দার এস সালামের মাথাপিছু বার্ষিক জিডিপি ৫০ হাজার ৪০০ ডলার। দেশটির জিডিপির ৯০ শতাংশের জোগান দেয় পেট্রোলিয়াম রপ্তানি আয়।

৫. কুয়েত

মাথাপিছু জিডিপি ৭১ হাজার ৬০০ ডলার।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতেরও রপ্তানি আয়ের প্রধান উৎস জ্বালানি তেল। মাত্র ২৮ লাখ জনসংখ্যার এ দেশটির বার্ষিক মাথাপিছু আয় ৪৩ হাজার ৭০০ ডলার।

৬. নরওয়ে

মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬১৯ ডলার

মাত্র ৫০ লাখ জনসংখ্যার নরওয়ের আয়ের অন্যতম উৎস প্রাকৃতিক গ্যাস ও তেলের বিশাল মজুত। দেশটির মাথাপিছু আয় ৯৭ হাজার ৩৬৩ ডলার।

৭. ইউনাইটেড আরব আমিরাতস

মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ২০১ ডলার

সাতটি স্বাধীন প্রদেশের সমন্বয়ে গঠিত বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির বার্ষিক মাথাপিছু আয় ৪৮ হাজার ৪০০ ডলার।

৮. হংকং

মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৬৭৬ ডলার

জিডিপির হিসাবে বিশ্বের পঞ্চম ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে হংকং। এশিয়ার অন্যতম ব্যয়বহুল দেশ হংকংয়ের মাথাপিছু আয় ৪০ হাজার ডলার।

৯. আমেরিকা

মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৪৫ ডলার

দেশটির আয়ের সিংহভাগ আসে উচ্চ প্রযুক্তি, অস্ত্র রপ্তানি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ৫৪ হাজার ৬২৯ ডলার।

১০. সুইজারল্যান্ড

মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ৮১৫ ডলার

ইউরোপের অন্যতম ধনী দেশ সুইজারল্যান্ডের আয়ের উৎস বৈচিত্র্যপূর্ণ ও ব্যাপক। দেশটির বর্তমান মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার।

কলকাতার ৩০টি বিখ্যাত জায়গা-Famous place in Kolkata
যত দিন থাকবে সুন্দরী নারী ধর্ষণ চলবে : রুদ্রিগো দুতের্তে
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা-List of the best universities in Asia
সাগরে ভাসমান ৭০ জনের মধ্যে ৬৪ বাংলাদেশি, নিতে চাচ্ছে না কেউ
তাদের ডলার আছে, আমাদের আল্লাহ: এরদোয়ান
বঙ্গবন্ধু ম্যারাথনে ঢাকার দৌড়বিদরা অংশ নিচ্ছেন
কাশ্মীরে বড় ধরনের গণহত্যা চালাতে পারে ভারত
বাংলাদেশে রেকর্ড ছুঁয়েছে ইমোর ব্যবহার
কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান-Kolkata's famous sweet shop
থানায় তরুণীকে ধর্ষণ করল পুলিশ!