বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর- Bangladesh Air Force Museum
Air Force Museum

বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর,ঢাকা - Bangladesh Air Force Museum, Dhaka

বিমান বাহিনী জাদুঘর মূলত বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত একটি জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরতে আগারগাঁয়ের আইডিবি ভবনের পূর্ব পাশে তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন স্থানে স্থাপন করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর (Biman Bahini Jadughar)। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর এটি চালু করা হয়, যা পুরনো বিমানবন্দরের একটি অংশে গড়ে উঠেছে।


অবস্থান

রাজধানীর আগারগাঁওয়ে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে অবস্থিত।

বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের উল্লেখযোগ্য সংগ্রহ

বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি মূলত বিভিন্ন সময়ের হেলিকপ্টার ও বিমান দিয়েই এই জাদুঘর সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

বলাকা: বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে ১৯৫৮ সালে।

এয়ার টুওরার: ট্রেইনিংয়ের জন্য এই বিমান ব্যবহার করা হয়। ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের তৈরি এই বিমান বাংলাদেশ বিমান বাহিনিতে যোগ হয়।

পিটি-৬: ১৯৮৫ সালে চিনের তৈরি এই বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়।

ফুগাসি এম-১৭০: ফ্রান্সে ১৯৬০ সালে তৈরি করা এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় ১৯৯৭ সালে।

গ্লাইডার: বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ অভিজ্ঞতার জন্য জার্মানির দেওয়া এই বিমানটি বাংলাদেশে আনা হয় ১৯৮২ সালে।

এয়ারটেক কানাডিয়ান ডিএইচ ৩/১০০০: কানাডার তৈরি এই বোমারু বিমানটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সুমদ্র বন্দরে সফল অভিযান পরিচালনা করে।

হান্টার বিমান: মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে ভূমি শত্রু থেকে রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করে। ভারতীয় বিমানবাহিনী বাংলাদেশ বিমানবাহিনীকে এই বিমানটি উপহার দেয়।

ডাকোটা বিমান: মুক্তিযুদ্ধের সময়কার একটি বোমারু বিমান। এটি ৫০০০ পাউন্ড বোম্ব বহন করতে সক্ষম।

এছাড়াও আছে এফটি-৫, মিগ-২১, জি নাট, এফ৬, এ৫-১১১।


যা দেখবেন

বিভিন্ন ধরনের সত্যিকারের অব্যবহৃত বিমান এবং হেলিকপ্টার রয়েছে। পরিদর্শকরা চাইলে বিমানে উঠে বিমানের ভেতরে যেতে পারবেন। চালাতেও পারবেন ড্রাইভিং হুইল ধরে। তবে সব বিমানে ওঠা যাবে না। দুটি বিমানে ওঠার অনুমতি আছে।

এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং লেকে নৌকায় চড়ার সুযোগ। রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কাঁটাতারের বেড়ার ওপাশ দিয়ে বিমানবন্দরের খোলা বিস্তৃত অংশ দেখার সুযোগও পাবেন।

বিমান বাহিনী জাদুঘরের সময়সূচী

বিমান বাহিনী জাদুঘর সোম থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্র থেকে শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। রবিবার সাপ্তাহিক বন্ধ।


প্রবেশমূল্য

৫০ টাকা মূল্যের টিকেট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করা যায়। এবং সামরিক বাহিনী সদস্যদের জন্য প্রবেশমূল্য ২৫ টাকা। এছারাও ৩০ টাকার টিকেটের বিনিময়ে ভেতরের হেলিকাপ্টার বা বিমানে উঠা যায়।

রাইড মূল্য

বলাকা বিমানসহ অন্যান্য রাইডে চড়তে জনপ্রতি ৪০ টাকা। 

বিমান বাহিনী জাদুঘর কিভাবে যাবেন

মতিঝিল কিংবা গুলিস্থান থেকে আসতে চাইলে মিরপুর ১০, মিরপুর ১১ অথবা মিরপুর ১২ গামী যে কোন বাসে আগারগাও বললেই নিয়ে আসবে। আবদুল্লাপুর, ইয়ারপোর্ট  অথবা মহাখালি দিয়ে আসতে চাইলে মিরপুর, শ্যমলী গামী যে কোন বাসে আগারগাও। আর আগারগাও সিগনাল ও আইডিবি ভবনের পূর্বে এ বিমান বাহিনী জাদুঘর।


খাবার

যেহেতু আপনার সঙ্গে শিশুও থাকতে পারে তাই বিশুদ্ধ পানি এবং খাবার রাখুন। তবে এখানে একটি রেস্তোরাঁও আছে। চাইলে সেখানেও খেতে পারেন। গেটের সঙ্গেই আছে রকমারি পণ্যের দোকান। সেখান থেকে পছন্দের জিনিস কিনতে পারবেন।

বিমান জাদুঘর ফোন নাম্বার,বিমান বাহিনী জাদুঘর খোলার সময়সূচী ২০২৩,বিমান বাহিনী জাদুঘর কোথায় অবস্থিত,মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও সময়সূচি,আগারগাঁও জাদুঘর,মুক্তিযুদ্ধ জাদুঘর কখন খোলা থাকে,জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ,জাতীয় জাদুঘর খোলার সময়সূচী ২০২৩,জাতীয় জাদুঘর,জাদুঘর সম্পর্কে তথ্য,বাংলাদেশ জাতীয় জাদুঘর,জাদুঘর বন্ধের দিন,জাতীয় জাদুঘর স্থপতি কে,জাদুঘর সম্পর্কে ৮টি বাক্য,জাদুঘর সম্পর্কে প্রতিবেদন,জাদুঘর অনুচ্ছেদ,বাংলাদেশ জাতীয় জাদুঘর টিকেট, বাংলাদেশের জাদুঘর সমূহ,How much is the entry fee for Biman Bahini Jadughor?What is the motto of BAF?How powerful is Bangladesh Air Force?What is the name of Bangladesh Air Force?biman jadughor ticket price,biman jadughor online ticket,biman bahini jadughor phone number,biman bahini jadughor off day,biman bahini jadughor opening time,বাংলাদেশ বিমান বাহিনী,bangladesh air force circular,www.baf.mil.bd login,www.baf.mil.bd login result,join bangladesh air force,bangladesh air force rank,bangladesh biman bahini admit card download,air force job circular 2023,bangladesh air force museum time schedule,biman bahini jadughor ticket,www biman bahini,How much is the ticket for Air Force Museum in Bangladesh?What is the largest Air Force Museum?Where is the Air Force Museum Foundation?How many planes are in the Air Force Museum?air force museum off day,biman museum opening hours,bangladesh air force address,air force museum today,air force de circular,What is the definition of a museum?What is the name National Museum of Bangladesh?What is the history of Dhaka museum?What is museum paragraph?bangabandhu military museum online ticket price,air museum near me,air force park,,national museum off day,national museum ticket registration,national museum, dhaka time schedule,bangladesh national museum ticket,national museum of bangladesh assignment,bangladesh national museum ticket online,dhaka museum opening time,history of museums pdf,বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?,বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রবেশ মূল্য,বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম,3D Art World,Bangabandhu Military Museum & 3D art Gallery,সামরিক জাদুঘর পার্কিং,সামরিক জাদুঘর কবে খোলা,বাংলাদেশ সামরিক জাদুঘর,বঙ্গবন্ধু সামরিক জাদুঘর,সামরিক জাদুঘর টিকেট,বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রবেশ মূল্য,bangabandhu military museum ticket price 2022,bangabandhu military museum online ticket price,bangabandhu military museum off day,bangabandhu military museum timing,bangabandhu military museum open today,bangabandhu military museum tickets,bangabandhu military museum photos,bangabandhu military museum directory,বাংলাদেশ সামরিক জাদুঘর, Bangladesh Military Museum,Bangladesh Samoric Jadughar/museum,তোশাখানা জাদুঘর কোথায়,তোশাখানা ইউনিট,তোশাখানা জাদুঘর নিয়োগ,তোশাখানা ইউনিট তোশাখানা জাদুঘর,তোশাখানা অর্থ,মন্ত্রিপরিষদ বিভাগ,সামরিক জাদুঘর কবে খোলা,toshakhana museum website,toshakhana museum ticket price,toshakhana case,toshakhana meaning,military museum cineplex,Toshakhana Museum,তোশাখানা জাদুঘরের সময়সূচি,bangabandhu military museum location,bangabandhu military museum location map

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর-Bangabandhu Military Museum
বাংলাদেশ জাতীয় জাদুঘর-Bangladesh National Museum
আহসান মঞ্জিল-Ahsan Manzil Museum
হাছন রাজা মিউজিয়াম-Hason Raja Museum