শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক-Sheikh Russell Aquarium and Ecopark
Sheikh Russell Aquarium and Ecopark

শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক-Sheikh Russell Aquarium and Ecopark

শেখ রাসেল অ্যাভিয়েরী পার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া উপজেলার একটি পর্যটন স্থান। বাংলাদেশের রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা হয়। পার্কটি ৫২০ একর জায়গা জুড়ে বিস্তৃত।

কীভাবে যাবেন

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শেখ রাসেল অ্যাভিয়েরি পার্কের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার এবং রাঙ্গুনিয়া উপজেলা সদর থেকে এ পার্কের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।

চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম-কাপ্তাই বাস যোগে শেখ রাসেল অ্যাভিয়েরি পার্কে যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা।

এছাড়া চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগেও এ পার্কে যাওয়া যায়।

চট্রগ্রামের দর্শনীয় স্থান

ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী

কোথায় থাকবেন

রাতে থাকতে চাইলে আপনাকে চট্টগ্রাম শহরে ফিরে আসতে হবে থাকার জন্য। চট্টগ্রামে নানান মানের হোটেল আছে । নীচে কয়েকটি বাজেট হোটেলে নাম ঠিকানা দেয়া হলোঃ

১. হোটেল প্যা রামাউন্ট, স্টেশন রোড, চট্টগ্রাম। ভাড়াঃনন-এসি সিঙ্গেল ৮০০ টাকা, ডাবল ১৩০০ টাকা, এসি ১৪০০ টাকা ও ১৮০০ টাকা ।

যোগাযোগ : ০৩১-২৮৫৬৭৭১, ০১৭১-৩২৪৮৭৫৪।

২. হোটেল এশিয়ান এসআর, স্টেশন রোড, চট্টগ্রাম। ভাড়া : নন এসি : ১০০০ টাকা, নন এসি সিঙ্গেল। এসি : ১৭২৫ টাকা ।

যোগাযোগ: ০১৭১১-৮৮৯৫৫৫।

৩. হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টগ্রাম। একটি পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল । ভাড়া : ৭০০ টাকা থেকে শুরু । এসি ১৩০০ টাকা ।

যোগাযোগ: ০৩১-০৬১৪০।

৪. হোটেল নাবা ইন, রোড ৫, প্লট-৬০, ও আর নিজাম রোড, চট্টগ্রাম। যারা নাসিরাবাদ/ও আর নিজাম রোড এলাকায় থাকতে চান তাদের জন্য আদর্শ । ভাড়া : ২৫০০/৩০০০ টাকা ।

যোগাযোগঃ০১৭৫৫ ৫৬৪৩৮২

৫. হোটেল ল্যান্ডমার্ক, ৩০৭২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম। ভাড়া-২৩০০/৩৪০০ টাকা যোগাযোগ: ০১৮২-০১৪১৯৯৫, ০১৭৩১-৮৮৬৯৯৭।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Sundarbans Express train ২০২৪
তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Turna Express train ২০২৪
বন্ধুর মত যদি বন্ধু পাও-Bondhur Moto Jodi Bondhu Pao
ঢাকা টু কলাপাড়া লঞ্চ সময়সূচী-Dhaka to Kalapara launch schedule
শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর - Shrifaltali zamindar house, Kaliakair
সাতছড়ি জাতীয় উদ্যান-Satchhari National Park
নেপাল ভ্রমণের সেরা স্থান - Best places to visit Nepal
ঢাকা থেকে বিভিন্ন জেলার দূরত্ব-Distance from Dhaka to different districts
বিবির পুকুর,বরিশাল-bibir pukur barishal
বরিশাল বিভাগের সেরা কলেজ-The best college of Barisal division