বাংলাদেশের প্রধান মন্ত্রীদের তালিকা
List of Prime Ministers of Bangladesh
মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। তাছাড়া তিনি এই ব্যবস্থাতে সংসদ বা সংসদের নেতার ভূমিকাও পালন করেন। অনেক শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ বা বহিষ্কার করার অধিকারও রাখেন।
সংসদীয় সরকার ব্যবস্থা মূলত ওয়েস্টমিনিস্টার ব্যবস্থার অনুরুপে সাজানো হয়ে থাকে, যেখানে প্রধানমন্ত্রী সরকার ও নির্বাহী বিভাগের সভাপতি ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই ব্যবস্থায় রাষ্ট্র বা রাষ্ট্রের দাপ্তরিক প্রতিনিধিদের প্রধান (রাজা, রাষ্ট্রপতি, বা গভর্নর-জেনারেল) প্রধান আনুষ্ঠানিক পদে আসীন থাকেন, যদিও তাদের ক্ষমতা সীমাবদ্ধ থাকে।
রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
স্বতন্ত্র
প্রধানমন্ত্রী
ক্রমিক নং | নাম (জন্ম-মৃত্যু) | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | রাজনৈতিক দল |
১ | তাজউদ্দীন আহমেদ (১৯২৫-১৯৭৫) | ১১ এপ্রিল ১৯৭১ | ১২ জানুয়ারি ১৯৭২ | বাংলাদেশ আওয়ামী লীগ |
২ | শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) | ১২ জানুয়ারি ১৯৭২ | ২৫ জানুয়ারি ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ |
৩ | মোঃ মনসুর আলী (১৯১৯-১৯৭৫) | ২৫ জানুয়ারি ১৯৭৫ | ১৫ আগস্ট ১৯৭৫ | বাকশাল |
৪ | মশিউর রহমান (১৯২৪-১৯৭৯) জ্যেষ্ঠ মন্ত্রী | ২৯ জুন ১৯৭৮ | ১২ মার্চ ১৯৭৯ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৫ | শাহ আজিজুর রহমান (১৯২৫-১৯৮৮) | ১৫ এপ্রিল ১৯৭৯ | ২৪ মার্চ ১৯৮২ (পদচ্যুত) | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
পদ বিলুপ্ত ছিল (৬ ডিসেম্ভর ১৯৯০ – ২০ মার্চ ১৯৯১)
৬ | আতাউর রহমান খান (১৯০৭-১৯৯১) | ৩০ মার্চ ১৯৮৪ | ৯ জুলাই ১৯৮৬ | জাতীয় পার্টি |
৭ | মিজানুর রহমান চৌধুরী (১৯২৮-২০০৬) | ৯ জুলাই ১৯৮৬ | ২৭ মার্চ ১৯৮৮ | জাতীয় পার্টি |
৮ | মওদুদ আহমেদ (১৯৪০–২০২১) | ২৭ মার্চ ১৯৮৮ | ১২ আগস্ট ১৯৮৯ | জাতীয় পার্টি |
৯ | কাজী জাফর আহমেদ (১৯৩৯-২০১৫) | ১২ আগস্ট ১৯৮৯ | ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি |
পদ বিলুপ্ত ছিল (৬ ডিসেম্ভর ১৯৯০ – ২০ মার্চ ১৯৯১)
১০ | খালেদা জিয়া (১৯৪৪–) | ২০ মার্চ ১৯৯১ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
মুহাম্মদ হাবিবুর রহমান (১৯২৮–২০১৪) প্রধান উপদেষ্টা | ৩০ মার্চ ১৯৯৬ | ২৩ জুন ১৯৯৬ | স্বতন্ত্র | |
১১ | শেখ হাসিনা (১৯৪৭–) | ২৩ জুন ১৯৯৬ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ |
লতিফুর রহমান (১৯৩৬–) প্রধান উপদেষ্টা | ১৫ জুলাই ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | স্বতন্ত্র | |
১২ | খালেদা জিয়া (১৯৪৪–) | ১০ অক্টোবর ২০০১ | ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
ইয়াজউদ্দিন আহম্মেদ (১৯৩১–২০১২) রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা | ২৯ অক্টোবর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | স্বতন্ত্র | |
ফজলুল হক (১৯৩৮–) ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা | ১১ জানুয়ারি ২০০৭ | ১২ জানুয়ারি ২০০৭ | স্বতন্ত্র | |
ফখরুদ্দীন আহমদ (১৯৪০–) প্রধান উপদেষ্টা | ১২ জানুয়ারি ২০০৭ | ৬ জানুয়ারি ২০০৯ | স্বতন্ত্র | |
১৩ | শেখ হাসিনা (১৯৪৭–) | ৬ জানুয়ারি ২০০৯ | বর্তমান | বাংলাদেশ আওয়ামী লীগ |