
Gafargaon to dhaka train Schedule
গফরগাঁও টু ঢাকা ট্রেনের সময়সূচী
ময়মনসিংহ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হল গফরগাঁও। প্রতিদিন ঢাকা থেকে গফরগাঁওয়ে হাজার হাজার মানুষ ট্রেনে করে যাতায়াত করে। এই জন্য এই স্টেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঢাকা থেকে গফরগাঁও এর উদ্দেশ্যে ৬ টি আন্তঃনগর ট্রেন যাত্রা করে। এই ট্রেন গুলোর মধ্যে হল তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস, মহনগঞ্জ এক্সপ্রেস অন্যতম। আমরা নিচে ক্রমান্বয়ে এসব ট্রেন সম্পর্কে আলোচনা করব।
গফরগাঁও টু ঢাকা ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন গফরগাঁও রেল স্টেশনে ৮ হাজার যাত্রী যাতায়াত করে। বাংলাদেশ রেলওয়ে যাত্রী সুবিধার জন্য ময়মনসিংহ বিভাগের ৪ টি ট্রেন গফরগাঁও রেল স্টেশনে বিরতি নেয়। এক্ষেত্রে গফরগাঁও উপজেলা মানুষ উপকৃত হয়। বাংলাদেশ রেলওয়ে গফরগাঁও উপজেলার মানুষের জন্য ট্রেনের ১৭৮ টি আসন সংখ্যা নির্ধারিত করেছে। এই আসনগুলোর মধ্যে ৭টি ক্যাটাগরিতে টিকিটের ভাড়া নির্ধারিত হয়েছে।
৬টি ট্রেনের মধ্যে সাপ্তাহিক ছুটি আছে তিনটি ট্রেনের। এই তিনটি ট্রেন গফরগাঁও রেল স্টেশনে সাপ্তাহে ১ দিন বন্ধ থাকে। যথাক্রমে ট্রেন গুলোর নাম তিস্তা এক্সপ্রেস (৭০৮),সাপ্তাহিক ছুটির দিন সোমবার, হাওড়া এক্সপ্রেস (৭৭৮) সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার, মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) সাপ্তাহিক ছুটির দিন সোমবার।
ট্রেন নং | ট্রেনের নাম | ছাড়ায় সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
৭০৮ | তিস্তা এক্সপ্রেস | বিকাল ৫ টা 57 মিনিট | রাত ৮টা ২৫ মিনিট | সোমবার |
৭৩৬ | অগ্নিবিনা এক্সপ্রেস | রাত ৫টা ৫২ মিনিট | রাত ১১টা | নেই |
৭৪৪ | ব্রহ্মপুত্র এক্সপ্রেস | সকাল ১০ টা ১০ মিনিট | দুপুর ১২ টা ৪০ মিনিট | নেই |
৭৪৬ | যমুনা এক্সপ্রেস | সকাল ৫ টা ১২ মিনিট | সকাল ৭ টা ৪৫ মিনিট | নেই |
৭৭৮ | হাওর এক্সপ্রেস | সকাল ১১ টা ২২ মিনিট | দুপুর ১ টা ৫০ মিনিটে | বৃহস্পতিবার |
৭৯০ | মহানগঞ্জ এক্সপ্রেস | রাত ২টা ৫২ মিনিট | সকাল ৫ টা | সোমবার |
গফরগাঁও টু ঢাকা ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
ট্রেন নং | ট্রেনের নাম | ছাড়ায় সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
৪৪ | মহুয়া কমিউটার | ১৮ঃ৩০ | ২১ঃ২৫ | নেই |
৪৮ | দেওয়ানগঞ্জ কমিউটার | ১৬ঃ২১ | ১৯ঃ১৫ | নেই |
৫০ | বলাকা কমিউটার | ১৪ঃ৪৩ | ১৭ঃ২৫ | নেই |
৫২ | জামালপুর কমিউটার | ০৮ঃ৩৭ | ১১ঃ১৫ | নেই |
৫৬ | ভাওয়াল এক্সপ্রেস | ০৭ঃ১৮ | ১১ঃ৩৫ | নেই |
গফরগাঁও টু ঢাকা ট্রেনের ভাড়া
টাকা থেকে গফরগাঁও রেল স্টেশন ভাড়া ৭টি ভাগে বিভক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়। এদের মধ্যে শোভন , শোভন চেয়ার, প্রথম সিট ,প্রথম বার্থ, স্নিগ্ধ্ এসি সিট ও এসি বার্থ। তবে ঢাকা টু গফরগাঁও মেইল এক্সপ্রেস গুলোতে এসি সিট নেই।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৮৫ টাকা |
শোভন চেয়ার | ১০৫ টাকা |
প্রথম সিট | ১৩৫ টাকা |
প্রথম বার্থ | ২০৫ টাকা |
স্নিগ্ধা | ১৯৬ টাকা |
এসি সিট | ২৩৬ টাকা |
এসি বার্থ | ৩৫১ টাকা |
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী
ঢাকা টু গফরগাঁও রেল স্টেশনের অনলাইন টিকিট বুকিং
আপনি যদি ঢাকা থেকে গফরগাঁও রেল স্টেশনে অনলাইন টিকিট বুকিং করতে চান তাহলে আপনাকে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটি টিকিটের মাধ্যমে আপনাদের কাঙ্খিত টিকিটটি বুকিং পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা গফরগাঁও টু ঢাকা রেল স্টেশনের টিকিট অনলাইন কিভাবে কাটবেন তার লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি চাইলে । আপনি ঢুকে আপনার টিকিট বুকিং করতে পারেন।
গফরগাঁও থেকে ঢাকা ট্রেনের অনলাইন টিকিট বুকিং করার জন্য আপনাকে বাংলাদেশ রেলওয়ে এর ওয়েব সাইটি ভিজিট করতে হবে ।
বাংলাদেশ ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইটটি esheba.cbsbd.com
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া
অনলাইনে টিকেট কাটার নতুন নিয়ম
ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।
ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।
Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।
টিকিট কাটার প্রক্রিয়া
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।
পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।
পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী