Fares from Dhaka to Chittagong
ঢাকা চট্টগ্রাম রুটের নিয়মিত যাত্রীদের জন্য আকাশপথ যেন অনেকটা আশীর্বাদের মত। অত্যন্ত দ্রুত আর সেই সাথে নিরাপদ এবং আরামদায়ক যাত্রার ক্ষেত্রে বিমান ভ্রমণের বিকল্প নেই। সড়ক পথে যেখানে এত দীর্ঘ সময় লেগে যায়, সেখানে আকাশ পথে আপনি মাত্র ৪০-৫০ মিনিটের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পৌছাতে পারেবেন
স্বাধীনতার অল্প কিছুদিন পরেই ১৯৭২ সালের ৭ই মার্চ ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইটের মাধমেই বাংলাদেশ বিমানের যাত্রা শুরু হয়। কিন্তু বিমান স্বল্পতা, কারিগরি সমস্যা, দুর্নীতি সহ নানবিধ কারণে আভ্যান্তরিন পরিবহনে বিমান তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ভাড়াও ছিল অনেক বেশী যা সাধারনের হাতের নাগালের বাইরে।
ঢাকা চট্টগ্রাম ফ্লাইটের তালিকা
ঢাকা চট্টগ্রাম রুটে বর্তমান ফ্লাইট সংখ্যা সপ্তাহে কম বেশী ২১ থেকে ৩০ টি। ঢাকা চট্টগ্রাম রুটে কোন বিমান সংস্থা কয়টি ফ্লাইট পরিচালনা করছে তাঁর একটি হিসাব নিচের চার্টে দেয়া হল। যেমন বাংলাদেশ বিমান কোন দিন ৩ টি ঢাকা চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে। আবার কোন দিন ফ্লাইট সংখ্যা বেড়ে গিয়ে ৭ টি ফ্লাইটে দাড়ায়।
এয়ারলাইন্স | দৈনিক ফ্লাইট সংখ্যা |
বাংলাদেশ বিমান | ৩-৭টি |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ৫-৬টি |
রিজেণ্ট এয়ারওয়েজ | ৭-৮টি |
নভোএয়ার | ৫-৬টি |
বিমান ভাড়া বিষয়টা বেশিরভাগ সময়েই ফিক্সড থাকে না। ঢাকা চট্টগ্রাম বিমান ভাড়াও এর ব্যাতিক্রম না। ভ্রমণের তারিখের উপরে ভাড়া নির্ভর করে এবং সাধারণত কিছুটা এদিক সেদিক হয়। ভাড়া কিছুটা কমতেও পারে আবার কিছুটা বেড়েও যেতে পারে। তবে পার্থক্য খুব কমই হয়।
ঢাকা চট্টগ্রাম বিমান ভাড়ার তালিকা
বিমান সংস্থা | সর্বোনিম্ন জনপ্রতি ভাড়া | সর্বোচ্চ জনপ্রতি ভাড়া |
বাংলাদেশ বিমান | ৩,০০০ টাকা (সুপার সেভার) | ৮,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল) |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ২,৫০০টাকা | ৮,৭০০টাকা |
রিজেণ্ট এয়ারওয়েজ | ২,৫০০ টাকা(প্রোমো) | ৯,২০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল) |
নভোএয়ার | ২,৫০০ টাকা (স্পেশাল প্রোমো প্যাকেজ) | ৭,৮০০ টাকা (ফ্লেক্সিবল) |
যেভাবে ঢাকা- কক্সবাজার বিমান টিকিট করবেন
ঢাকা থেকে চট্টগ্রাম বিমান টিকিট করতে পারবেন আপনার পছন্দের বিমান সংস্থার অফিস অথবা ওয়েবসাইট থেকে।
চট্টগ্রামের সম্মানিত যাত্রীদের বিশেষ সেবা দেয়ার জন্য সম্প্রতি ফ্লাইট এক্সপার্ট তাদের প্রথম শাখার উদ্বোধন করেছে চট্টগ্রামে। এই অফিস থেকে যেকোন গন্তব্যের বিমান টিকিট কেনা থেকে শুরু করে বিমান ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সেবা দেয়া হবে। ফ্লাইট এক্সপার্টের চট্টগ্রাম অফিসের ঠিকানাঃ
ফ্লাইট এক্সপার্ট
আইয়ুব ট্রেড সেন্টার
১২৬৯/বি, এস কে মুজিব রোড
আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম।
ফোন নম্বরঃ +৮৮০ ৯৬১৭ ১১১ ৮৮৮ অথবা ০১৮৪৭-২৯১-৩৮৮ অথবা ভিজিট করুনঃ www.flightexpert.com