মুখের এলার্জি দূর করার উপায়-Ways to get rid of oral allergies
oral allergy treatment

ওরাল এলার্জি সিনড্রোমের লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা-Oral Allergy Syndrome Symptoms, Diagnosis & Treatment

খাবার চিবুনের ক্ষেত্রে জিহ্বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  কোনো কোনো সময় জিহ্বা ফুলে যেতে পারে।  নানা কারণেই এমনটি হয়ে থাকে।  অ্যালার্জিজনিত কারণেও এমনটি হতে পারে।

অ্যালার্জিক রি-অ্যাকশনের কারণে কিছু খাবার গ্রহণের পর মুখ, জিহ্বা এবং মাড়ি চুলকাতে থাকে।  যদি চুলকানির পরিমাণ অল্প হয় এবং শুধু মুখে সীমাবদ্ধ থাকে তাহলে এটিকে চিকিৎসা বিজ্ঞান ওরাল অ্যালার্জি সিনড্রোম হিসেবে ধরে নেয়।    

অনেক  সময় রোগীর অবহেলায় সঠিক সময়ে সমস্যা ধরতে না পারলে বিপদের কারণও হতে পারে।

মুখের এলার্জি হলো মুখে প্রকাশিত অস্বস্তিতের ফলে একটি অবস্থা যা আমাদের মুখের চারপাশে ছোট ছোট ফোঁটা, স্কার্চ দেখা দেয় এবং মুখের ভেতরে খারাপ স্বাদের অনুভব হয় । এটি আমাদের সকলের অতি পরিচিত এবং কমন  একটি সমস্যা।

এই মুখে এলার্জি ছোট বড় সকলেরই হয়ে থাকে। তবে মুখে এলার্জি হলেই অনেকে না জেনেই ঘাবড়ে যান, মুখে এলার্জি হলে কিছু সাধারণ ঔষধ এবং ঘরোয়া উপায়ে তা নিরাময় করা যায়।মুখে এলার্জি হলে আপনারা কিছু সাধারণ লক্ষণ দেখে নিশ্চিত হতে পারবেন যে আপনার মুখে এলার্জি হয়েছে।

মুখে কেন এলার্জি হয়

ত্বকের এলার্জি হচ্ছে এমন একটা অবস্থা যা ইমিউন সিস্টেম কিছু ক্ষতিকর পদার্থ প্রতিক্রিয়া দেখায় এবং সেগুলো হচ্ছে ত্বকের এলার্জি।

ত্বক একটি প্রতিক্রিয়া অনুভব করে যখন এটি একটি নির্দিষ্ট পদার্থের সংস্পর্শে আসে যার থেকে এটি অ্যালার্জি হয়। এক্সপোজার সরাসরি যোগাযোগ,  ইনহেলেশন ,ইনজেশন,বা ইনজেকশনের মাধ্যমে হতে পারে। চিকিৎসাগতভাবে, সব ধরনের ত্বকের অ্যালার্জিকে বলা হয় অতি সংবেদনশীল প্রতিক্রিয়া। যেটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে প্রকাশিত হয় তাকে টাইপ 1 অতি সংবেদনশীলতা প্রতিক্রিয়া বলা হয় এবং বিলম্বিত সূচনাকে টাইপ 4 অতি সংবেদনশীল প্রতিক্রিয়া বলা হয়।

মুখ চুলকায় কেন হয়?

রাসায়নিক, ডিটারজেন্ট, ধুলাবালু বা পশুপাখির মলমূত্রের সংস্পর্শে এলে ত্বক লাল হয়ে যায়, শুষ্ক হয়ে পড়ে, কখনো ফেটে ফেটে যায় এবং চুলকায়। আরটিকেরিয়া বা হাইভস: সাধারণত কোনো খাবার, ওষুধ বা পোকামাকড়ের কামড় থেকে এই সমস্যা হয়। ত্বকের জায়গায় জায়গায় ফুলে ওঠে, প্রচণ্ড চুলকায়।

মুখের এলার্জির লক্ষণ 

* আপনার মুখে ছোট ছোট ফোঁটা ক্ষত তৈরি হওয়া।

* মুখে অতিরিক্ত চুলকানি বা অস্বস্তি হওয়া।

* মুখ ফুলে যাওয়া বা উঁচু হওয়া।

* অতিরিক্ত তন্দ্রাচ্ছন্ন লাগতে পারে।

* চোখের চারপাশের চামড়া লাল হয়ে যাওয়া।

* গলায় হালকা ব্যাথা এবং জিহ্বায় বিস্বাদ অনুভব হওয়ার মতো প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

একজন ব্যক্তির মুখে এলার্জি হলে সে সাধারণত উল্লেখিত উপসর্গ গুলো দেখে বুঝতে পারেন যে তার মুখে এলার্জি হয়েছে । 

মুখে এলার্জি  দূর করার উপায়            

শীত কিংবা গরম এলেই ত্বকে নানাবিধ সমস্যা দেখা দেয়।তারমধ্য এলার্জি  অন্যতম। আর এই এলার্জি দূর করার জন্য ঘরোয়া যে পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই পর্বে।

চলুন যেনে নেই ত্বকের এলার্জি দূর করার উপায়।

★নারকেল তেল:

অতি সাধারন এক তেল হচ্ছে নারকেল তেল।এই তেল শুধু আমরা চুলের জন্যই ব্যবহার করে থাকি।তবে এই নারকেল তেল চুল ছাড়াও ত্বকে এলার্জি হলে সেই স্থানে হালকা গরম করে ৩০ মিনিট লাগিয়ে রাখলে এবং এরপর ধুইয়ে নিলে ত্বকের এলার্জি  দূর করা সম্ভব। দিনে কমপক্ষে ৩-৪ বার এরুপ করতে হবে।

তুলসীপাতা:

তুলসীগাছ হোক কিংবা পাতা এর উপকারিতা সম্পর্কে সকলে জানি।ত্বকের এলার্জি দূর করার জন্য ঘরোয়া উপায় হিসাবে তুলসীপাতা ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। কিছু পাতা পেস্ট করে নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট পরে ধুইয়ে নিলে এর থেকে ধিরে ধিরে সাফা পাওয়া যায়।দিনে কয়েকবার এমন টি করতে পারেন।

নিম পাতা :

তুলসী পাতার ন্যায় নিম পাতার গুণাবলী ব্যাপক। ত্বকের লালচে ভাব বা চুলকানি, যে স্থানে সে স্থানে নিম পাতার পেস্ট লাগিয়ে রাখবেন। রাখার ২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলে,ত্বকের এলার্জি কমতে শুরু করে। তাই ত্বকের এলার্জি দূর করার জন্য নিম পাতা ব্যবহার করতে পারেন। প্রয়োজনে দিনে কয়েকবার এই পদ্ধতি অবলম্বন করবেন।

অ্যালোভেরা :

এলোভেরা হচ্ছে ত্বকের এলার্জির অন্যতম সেরা প্রতিকার। অ্যালোভেরা থেকে জেলি বের করে ত্বকে থাকা  এলার্জির মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পরে,ধুয়ে পরিষ্কার করলে এলার্জি কমতে  শুরু করে।তাই প্রাকৃতিক এই উপাদানটি আপনি ত্বকের এলার্জি  দূর করার জন্য ব্যবহার করতে পারেন।

মুখের এলার্জি ঔষধ এর নাম এবং দাম

মুখে এলার্জির সবথেকে কার্যকরী ঔষুধ এর নাম উল্লেখ করা হলো:

Darmasol N – ডার্মাসল এন

Bet CL – ভেট সিএল

Ezex – ইজেক্স

Fungidal HC – ফানজিডাল এইচ সি

এই ঔষুধ গুলো মুখের এলার্জি দূর করতে খুবই কার্যকরী ঔষুধ ।

নিচে উল্লেখিত ক্রিম গুলোর মূল্য এবং ব্যবহার বিধি উল্লেখ করা হলো:

Darmasol N – ডার্মাসল এন (ক্রীম):

এই ক্রীমটি মুখের এলার্জি দূর করার খুবই ভালো কার্যকরী হয়ে থাকে। এই ক্রীমটি খুব দ্রুত মুখ থেকে এলার্জি নিরাময় করতে পারে। এটি মুখের এলার্জি দূর করার পাশাপাশি এলার্জির কারনে মুখে যে দাগ হয় তা খুব সহজেই দূর করতে পারে এবং ত্বককে উজ্জ্বল এবং সফট করে তোলে। ডার্মাসল এন ক্রিমটি রাতে ঘোমানোর আগে একবার ব্যবহার করতে হবে। এই ক্রিমটির মূল্য ৯০ টাকা।

Bet CL – ভেট সিএল (ক্রীম):

এই ক্রীমটিও আপনার মুখের এলার্জি দূর করার খুবই ভালো কার্যকরী হয়ে থাকে। এই ক্রীমটি খুব দ্রুত মুখ থেকে এলার্জি নিরাময় করতে সক্ষম। ভেট সিএল এই ক্রিমটি রাতে ঘোমানোর আগে একবার ব্যবহার করতে হবে। ব্যবহার করার আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ক্রিমটি ব্যবহার করতে হবে এবং সকালে মুখ ধুয়ে নিতে হবে। এই ভেট সিএল ক্রিমটির মূল্য ৩০ টাকা।

Ezex – ইজেক্স (ক্রীম):

এই ইজেক্স ক্রীমটিও আপনার মুখের এলার্জি দূর করার খুবই কার্যকরী হয়ে থাকে। এই ক্রিমটির বিশেষত হচ্ছে মখ ছাড়াও শরীরের যে স্থানেই এলার্জিতেই এটি ব্যবহার করা যায়। এই ক্রিমটি ব্যবহারে সাথে সাথে চুলকানি বন্ধ হয়ে যায়। এই ক্রিমটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করা উত্তম। এটি ব্যবহার করার আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ক্রিমটি ব্যবহার করতে হবে এবং সকালে মুখ ধুয়ে নিতে হবে। এই ক্রিমটির মূল্য ৭০ টাকা।

Fungidal HC – ফানজিডাল এইচ সি (ক্রীম):

এই ফানজিডাল ক্রীমটিও আপনার মুখের এলার্জি দূর করার খুবই কার্যকরী হয়ে থাকে। এই ক্রিমটিও মুখের এলার্জির পাশাপাশি শরীরের যেকোনো স্থানের এলার্জি নিরাময়ের জন্য ব্যবহার করতে পারেন। এটি দিনে দুবার সকালে এবং রাতে ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি শিশুদের এলার্জি দূর করতে খুবই কার্যকরী হয়ে থাকে। তবে শিশুদের ক্ষেত্রে  দিনে  একবার  ব্যবহার  করতে  হবে।  এই ক্রিমটির মূল্য ৫৫ টাকা।

অনবরত হাঁচি হলে দ্রুত যা করবেন - What to do quickly if you sneeze continuously
বর্ষায় সর্দি-কাশি দূর করার উপায় - Ways to get rid of cold and cough in monsoon
এলার্জি ঔষধ এর নাম এবং দাম - Allergy medicine names and prices
চুলকানি দূর করার কার্যকরী ঘরোয়া উপায় - Effective home remedies for itching
প্রস্রাবের রাস্তায় চুলকানি দূর করার ঘরোয়া উপায় - Home Remedies for Vaginal Itching
বুকের ব্যথা দূর করার উপায় - Ways to get rid of chest pain