Holy Tune presents Islamic Song : আইনুদ্দীন আল আজাদের কালজয়ী গজল | Othre Nobin | ওঠরে নবীন দল | Kalarab Shilpigosthi
Song: Othre Nabin Dol
Lyric & Tune: Aynuddin Al Azad
Singers: Omar Abdullah, Abir Hasan & Salamn Sadi
Record Label: Holy Tune Studio
Sound Design: Mahfuzul Alam
Video: Tawhid Jamil
Lyric
আধার রাতে জীবন খেয়ায় উঠরে নবীন দল,
কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল। ২
আধার রাতে জীবন খেয়া
ও মাঝি তোর ধরতে হবে শক্ত করে হাল,
নইলে সাগর মাঝে খেয়া যাইবে রসাতল। ২
ওরে বাধ আমামা সকল মাথায়...ও...,
ওরে বাধ আমামা সকল মাথায়
হুংকার ছাড় তুই কাফেলায়,আসছে সেনা দল।
কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল।
আধার রাতে জীবন খেয়া
তিমির রাতের মুক্তি সেনা বৈঠা হাতে নে,
সত্য ন্যায়ের সেনানী তুই পাল উড়িয়ে দে। ২
ওরে দেখনা চেয়ে পূবাকাশে...ও..,
ওরে দেখনা চেয়ে পূবাকাশে
গর্জন ছেড়ে তুফান আসে,জাগরে সেনাদল।
কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল।
আধার রাতে জীবন খেয়া।
সম্মুখে তোর ঘনকালো মেঘের আনা গোনা,
সূর্যদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা। ২
ওরে তুই যদি যাস খেয়া বেয়ে...ও...,
ওরে তুই যদি যাস খেয়া বেয়ে
হিম্মত বুকে পাল উড়িয়ে,দেখবি শেষে ফল।
কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল।
আধার রাতে জীবন খেয়া।
আধার রাতে জীবন খেয়ায় উঠরে নবীন দল,
কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল।
আধার রাতে জীবন খেয়া। ২