Song: Jege Utho Muslim
Singer: Muhammad Badruzzaman, Ahmod Abdullah, Omar Abdullah, Arif Arian, Mahfuzul Alam, Rayhan Faruq, Abir Hasan, Imranul Farhan & Salman Sadi
Lyric: Md Shahidul Haque
Tune: Ahmod Abdullah
Record Label: Holy Tune Studio
....................................................................
চলে এসো মুক্তির সংগ্রামে
মো: শহীদুল হক
চারিদিকে এত খুন জুলুমের পরেও
মুসলিম কিভাবে রয় ঘুমে?
আর মোটে দেরি নয়, জাগো জাগো মুসলিম,
চলে এসো মুক্তির সংগ্রামে।
চলে এসো মাহাথির, চলে এসো সালমান,
চলে এসো বীর এরদোগান।
মজলুম জনতার ডাকে আজ সাড়া দাও,
ঐ যে ডাকে দেখো শহীদান।
নিজেরা ঘুমিয়ে থেকে, বিশ্বের পানে চেয়ে,
হবে নাকো লাভ শুধু হুংকারে।
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।
কাঁদে দেখো মজলুম কাশ্মীর বার্মায়,
যুগ যুগ ধরে শুধু কেঁদে যায়।
আর কত কাঁদবে মজলুম জনতা?
ডাকছে তোমায় আল-আকসায়।
দাও ছেড়ে সব ভয়, হও আজ নির্ভয়,
প্রতিরোধ গড়ে তোলো সবখানে।
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।
তুমি কি ভুলে গেছো? নতুন এ বিশ্বে
মুসলমানের নেই অধিকার।
যদি চাও অধিকার, হও আজ হুঁশিয়ার,
বন্ধ করো সব অবিচার।
ভুলে যাও ভেদাভেদ, গড়ে তোলো ঐক্য,
জড়ো হও সব এক কাতারে।
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।
নাম রেখে মুসলিম, হয়ে যাবে কেন তুমি
মুনাফিক, জালিম আর ভন্ড?
বাঁচতে যদি চাও, নিজেকে শোধরাও,
থেকো না আর মোটে অন্ধ।
নিজেকে বদলাও, আল্লাহর দয়া চাও,
জয় হবে আল্লার রহমাতে।
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।
হও আজ প্রস্তুত মাহদীর জন্য,
দাজ্জাল ঠেকাতে হবেই হবে।
নেই কোন হতাশা, বিশ্বের সব খানে
ইসলাম বিজয়ী হবেই হবে।
ভয় নেই, ভয় নেই, জেগে ওঠো মুসলিম,
জীবন ফিরে পাবে কোরবানে।
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।
হও যদি মুসলিম, কখনো ভুলো না
আল্লাহ রাসূলের নির্দেশ।
কোরআন হাদিসের পথ যদি ছেড়ে দাও,
হয়ে যাবে একদম নিঃশেষ।
হতে যদি চাও ফের বিশ্ববিজয়ী,
এসো ফিরে সঠিক ইসলামে।
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।
Join the Struggle for Liberation
Md. Shahidul Haque
How Muslims keep sleeping even after oppression and mass killing?
No more delay, wake up Muslim,
Join the struggle for liberation.
Come on Mahathir, come on Salman,
Come on Hero Erdoğan.
Respond to the call of oppressed people today,
Look - the martyrs are calling you.
If you sleep and wait for the world, there will be no benefit by shouting only.
Wake up Muslim, wake up Muslim by the bell for struggle.
Wake up, wake up all the Muslims with Takbeer.
Look- the oppressed people are crying in Kashmir and Burma.
They have been crying for ages.
How long will the oppressed people cry?
Al-Aqsa is calling you.
Leave all the fears, be fully fearless today.
Defend and resist everywhere.
Wake up Muslim, wake up Muslim by the bell for struggle.
Wake up, wake up all the Muslims with Takbeer.
Have you forgotten? In the new world,
Muslims have no rights.
If you want to get the rights, beware just now,
Stop all injustice.
Forget the differences, build up unity,
Come together all in one row.
Wake up Muslim, wake up Muslim by the bell for struggle.
Wake up, wake up all the Muslims with Takbeer.
You name yourselves as Muslims. Why will you become Munafiq, tyrants and hypocrites?
If you want to survive, correct yourselves, and never stay blind.
Change yourselves, seek Allah's blessings.
You will win by Allah's mercy.
Wake up Muslim, wake up Muslim by the bell for struggle.
Wake up, wake up all the Muslims with Takbeer.
Now prepare for Mahdi,
We must stop Dajjal.
There is no chance to be disappointed,
Islam will be the winner all over the world.
Do not fear, do not fear, wake up Muslim,
You can get life back by sacrifice.
Wake up Muslim, wake up Muslim by the bell for struggle.
Wake up, wake up all the Muslims with Takbeer.
If you are Muslim, never forget the command of Allah and the Prophet.
If you leave the path of Qur'an and Sunnah, you will be destroyed completely.
If you want to be world-victorious again,
Come back to the true Islam.
Wake up Muslim, wake up Muslim by the bell for struggle.
Wake up, wake up all the Muslims with Takbeer.