কথা ও সুরঃ রা'দ ইজামা 

------------------------------------- 

 ****** লিরিক্স ******


বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা,

শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আকড়ে ধরা— 

যদি তুমি বাইয়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন,

তাহলে, বন্ধু তোমার বাইয়াত নেওয়ার কি প্রয়োজন? 


বাইয়াতের অর্থ হলো দ্বীন কায়েমের সুযোগ খোঁজা,

জীবনের সকল কাজে, খালেস মনে দ্বীনকে বোঝা—

বাইয়াতের অর্থ হলো আন্দোলনে শরীক হওয়া,

অপরের মন মগজে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া—

যদি তুমি না করো, তা মিছেই তোমার সব আয়োজন।। 


বাইয়াতের অর্থ হলো  লক্ষ মুমিন একত্রিত, 

তাদের ঐ মন মগজে দ্বীনের বিধান প্রতিষ্ঠিত—

বায়াতের অর্থ হলো ভরসা কেবল এক আল্লাহ,

হৃদয়ে উঠবে বেজে  জিহাদ ফী সাবিলিল্লাহ—

যদি করো বাইয়াত নিয়েও নাফরমানীর সেই আচরণ।। 


বাইয়াতের অর্থ হলো  জীবনকে উৎসর্গ করা,

বিনিময়ে রবের থেকে জান্নাতী মুকুট পড়া—

বাইয়াতের অর্থ হলো  সইতে হবে ঘাত প্রতিঘাত,

বাইয়াতের বাধন ছাড়া মৃত্যু হবে জাহিলিয়াত—

যদি তুমি সংবিধানে দ্বীন ইসলামের চাও আগমন,

তাহলে বন্ধু তোমার বাইয়াত নেওয়া খুব প্রয়োজন।।

বাইয়াত নিয়ে জাগরণী গান,

Bayat Song,

bayati song,

বায়াত,

Saimum Bayat,

naat,

bangla gojol,

Islamic song,

বাইয়াতে রিদওয়ান,

সাইমুম,

Saimum Shilpigosthi,

saimum 2021,

Saimum Bayat song,

বাইয়াতের হাকিকত,

বাইয়াতের গুরুত্ব,

bayat in islam,

bayati,

বাইয়াত কি,

বায়াত কি,

new song,

saimum album,

saimum 2020,

saimum2021,

saimum new song,

বাইয়াতে আকাবা,

বাইয়াত অর্থ কি,

Raad ejama song,

বায়াতের অর্থ হলো,

Bayater ortho holo,

bayat mane,

bayat song saimum

ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে লিরিক্স- khuti hin nil akash lyrics
কে মোর আপন - K Mor Apòn
এসো সেহরি খেয়ে যাই- Eso Sehri Kheye Jai
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন- Vulte Parina Ma by Hujaifa Islam
মধুর কণ্ঠে নতুন গজল। Herar Alo। হেরার আলো। Jahidul Islam Shawon। Bangla Gojol
ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর
দুয়ারে আইসাছে পালকি - জাইমা নূর
জিন্দাবাদ জিন্দাবাদ বীর মুজাহিদ জিন্দাবাদ লিরিক্স-jindabar jindabar bir mujahid
নবী মোর পরশ মনি লিরিক্স -Nobi Mor Porosh Moni Lyrics
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM