দাজ্জাল গজলের পার্ট ২ | Baby Najnin | Dajjal Chokhe Dekhinai | Dajjal 2
Title: Dajjal Chokhe Dekhinai
Artist: Baby Najnin
Lyrics: SM Nazrul
Tune : O.P.Nayyar
Audio & Video : BN Studio
Thumbnail: Asad Madani
Camera : Asad Madani
Released: BN Official
Song Lyrics :
দাজ্জাল চোখে দেখিনায়
তবে আসবে দুনিয়ায়
দাজ্জালের ফিতনা হতে আগে বাঁচনা সবাই
দাজ্জাল দেখার আগে তুমি শিষ্যদের দেখে নাও
ঈমান যদি থাকে তোমার তাদের চিনে নাও
তৌবা করে তুমি ফিরে এসো পথে
যে কটা দিন আছ থাক নবীর তরিকাতে
দাজ্জাল কি করবে তোমার আশিক হলে মুস্তাফার
রহমত পাবে আল্লাহর তুমি কঠিন পরীক্ষায়
দাজ্জাল বলবে আমি খোদা, আমি দেব জান্নাত
হাসি খুশি জীবন পাবে, মিটবে যত চাহাত
তার ভয়েতে সবাই ছুটাছুটি করবে
অনেকেই খোদা বলে, পাপের ফাঁদে পা দেবে
হলে সঠিক ঈমানদার সেই তো হবে পারাপার
দাজ্জালের ধোঁকা থেকে সে পাবেরে রেহায়
আল্লাহ যদি রাজি থাকে নবী যদি হয় সহায়
প্রাণ দিতে রাজি আমি ঈমান দিতে রাজি নই
মরতে হবে সবাই জানি ,আজ নয় তো কাল
ভয় কেন পাব আমি, দেখে শয়তান দাজ্জাল
এস এম নজরুল বলে যায় ঈমান ঠিক রেখ সবাই
যার হাতে এ জীবন আমার সেই দেবে উপায়