ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী-Dhaka to Patuakhali launch schedule
Dhaka to Patuakhali launch schedule

ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী

Dhaka to Patuakhali launch schedule

ঢাকা পটুয়াখালী রুটে যাতায়াতের জন্য সহজ ও আরামদায়ক উপায় হচ্ছে নৌপথ। আর নৌপথের প্রধান বাহন লঞ্চ। ঢাকা থেকে মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠী, ভাণ্ডারিয়া, নোয়াখালী বা এর আশপাশের এলাকায় যেতে লঞ্চই নিরাপদ মাধ্যম। অন্যান্য মাধ্যমের চেয়ে কম খরচে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে লঞ্চগুলো।

ঢাকা পটুয়াখালী রুটে অনেকগুলো লঞ্চ নিয়মিতভাবে চলাচল করে। এই লঞ্চ গুলোর মধ্যে সবচেয়ে বিলাসবহুল এবং আন্দোলন গুলোর তালিকা দেয়া হলো।

এম ভি এ আর খান ১

যোগাযোগ: ০১৮২৩ ৩৯১৫৬৩, ০১৭৬৩ ৯৩৬২৯৪

এম ভি প্রিন্স আওলাদ ৭

যোগাযোগ: ০১৭৬০ ৯৯৮৫৩৭, ০১৭৩৩ ১৬৭৩২৭

এম ভি সুন্দরবন ৯

যোগাযোগ: ০১৭১১ ৩৫৮৮১০

এম ভি কুয়াকাটা ১

যোগাযোগ: ০১৭৩৬ ৬২০৫৮০

এম ভি সুন্দরবন ১১

যোগাযোগ: ০১৭১১ ৩৫৮৮৩৮

এম ভি জামাল ৫

যোগাযোগ: ০১৭১২ ৫৬১৫২০

এম ভি কাজল ৭

যোগাযোগ: ০১৭৯৮ ৮৪৯৭৪৭

এম ভি ছাত্তার খান ১

যোগাযোগ: ০১৭৭০ ৬৭৩০৬০

লঞ্চের ধরন : এসব রুটে কয়েক ধরনের লঞ্চ রয়েছে। এগুলো ১ তলা, ২ তলা ও ৩ তলা বিশিষ্ট হয়ে থাকে। কোন কোন লঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এটাচ বাথরুম রয়েছে। এছাড়া ফ্লাট-স্ক্রিন টিভি, সিঙ্গেল ও ডাবল কেবিন, সেলুন, স্টেশনারি শপ, স্বাস্থ্যকেন্দ্র, নামাজের স্থান প্রভৃতি সুযোগ-সুবিধা রয়েছে।

আসন: লঞ্চে ৩ ধরনের আসন ব্যবস্থা রয়েছে। তৃতীয় শ্রেণি বা ডেক, শোভন চেয়ার, দ্বিতীয় শ্রেণির কেবিন, প্রথম বা ভিআইপি কেবিন।

ঢাকা পটুয়াখালী রুটে বিভিন্ন রকম লঞ্চ চলাচল করে। এর মধ্যে আমি কয়েকটি দ্রুত গতি এবং বিলাসবহুল লঞ্চ এর ভাড়ার তালিকা নিচে যুক্ত করব। এই লঞ্চগুলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় লঞ্চ গুলোর মধ্যে অন্যতম। যেগুলোতে ভ্রমণ করলে আপনি সর্বাধুনিক সুযোগ-সুবিধা পাবেন।

ভাড়া: বেশি সুযোগ-সুবিধা সম্পন্ন প্রতিটি কেবিনের ভাড়া ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা।

ফ্যামিলি রুমের (৬ জন) ভাড়া ৪,০০০ থেকে ৫,০০০ টাকা।

নরমাল ডাবল কেবিনের ভাড়া ১,২০০ থেকে ১,৬০০ টাকা।

নরমাল সিঙ্গেল কেবিনের ভাড়া ৮০০ থেকে ১,০০০ টাকা।

ডেকের ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা। ১২ বছরের নিচে শিশুদের ভাড়া দিতে হয় না।

বুকিং: লঞ্চের টিকিট অগ্রিম বুক করা যায়। তার জন্য সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বুকিং করা টিকিটের জন্য লঞ্চ ছাড়ার দুই ঘণ্টা আগে লঞ্চে আসতে হবে। টিকিট বাতিল করতে চাইলেও কমপক্ষে দুই ঘণ্টা আগে জানাতে হয়।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Mohanganj Express Train ২০২৪
মহামায়া হ্রদ বা লেক-Mahamaya Lake
কাপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী-Kapotaksh Express train schedule
একডালা দুর্গ-Ekdala Fort
বঙ্গবন্ধু সাফারী পার্ক, গাজীপুর-Bangabandhu Safari Park,Gazipur
কক্সবাজারের সেরা ১০টি হোটেল-Top 10 Hotel at Cox's Bazar
বরিশাল-ভোলা-বরিশাল রুটে চলাচলকৃত লঞ্চসমূহ
ঢাকা থেকে ঝালকাঠি লঞ্চ-Jhalokati launch from Dhaka
পারকি সমুদ্র সৈকত-Parky Beach
আহসান মঞ্জিল-Ahsan Manzil Museum