মূল শিল্পীঃ আইনুদ্দীন আল আজাদ (রহঃ)
মাওলার এশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না
পুড়ে পুড়ে ছাই হইলো এ যে পাগলের সিনা।
ধরা দিয়েও দাও না ধরা
কাছে থেকেও দাও না সাড়া
আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারই যাতনা।।
তোমার এশকের এমন জ্বালা
না যায় সওয়া না যায় বলা
আমার হইল মরার পালা আর সে সইতে পারি না।।
মাওলা তোমায় ভালোবেসে
কলিজা পুড়ে গন্ধ আসে
আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না।।