আনন্দ পার্ক রিসোর্ট , গাজীপুর-Ananda Park & Resort
আনন্দ পার্ক রিসোর্ট( Ananda Park Resort )গাজীপুরের একটি পরিচিত রিসোর্ট। ভ্রমণকারীদের আনন্দদানের সব উপকরণ নিয়ে আনন্দ রিসোর্টটি গড়ে উঠেছে। কালিয়াকৈরের সিনাবহের তালতলি এলাকায় রিসোর্টের অবস্থান। শুধু চোখে দেখে নয়, বরং বিভিন্ন খেলার রাইডে চড়ে আনন্দের দেখা মিলবে এখানে। বিলঘেঁষা এই আনন্দ পার্ক রিসোর্টের বৈশিষ্ট্য হলো, এখানে সরাসরি বিল থেকে মাছ শিকারের ব্যবস্থা রয়েছে। মাছ শিকারিদের জন্য এই সুযোগ অবশ্যই বাড়তি পাওনা। ছিপ ফেলে মাছের জন্য অপেক্ষায় কাটবে সময়। এ ছাড়া রয়েছে ছোটদের খেলার নানা উপকরণ। রয়েছে একটি সুইমিং রয়েছে। ৪২ বিঘা উঁচু-নিচু টিলা ভূমিতে গড়ে তোলা হয় আনন্দ পার্ক রিসোর্ট। বিভিন্ন প্রজাতির ফলজ গাছ এবং ফুলের গাছের বিশাল সমাহার রয়েছে এখানে।
খরচ
এসি ও নন এসি সুবিধা সম্বলিত ৬ টি কটেজ রয়েছে এখানে। কটেজ গুলোর ভাড়া ২৪ ঘণ্টায় ৩ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত রয়েছে। ১ টি ডিলাক্স এসি রুম সহ কটেজের ভাড়া পড়বে ৭ হাজার টাকা। এবং ২ টি এসি রুম সহ কটেজ ভাড়া ১০ হাজার টাকা। লিভিং রুম এবং ২ টি এসি বেড রুমের ভাড়া ১২০০০ টাকা। চাইল এখানে পিকনিক ও করতে পারেন। পিকনিক স্পট ভাড়া ৫০ হাজার টাকা। এবং পুরো স্পট ভাড়া ২,৫০,০০০ টাকা।
যেভাবে যাবেন
আনন্দ পার্ক রিসোর্টটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার থেকে ২ কিলোমিটার উত্তরে অবস্থিত। ব্যক্তিগত কিংবা যাত্রীবাহী বাসে এখানে আসতে পারেন খুব সহজেই।
যোগাযোগ
বুকিং এবং তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:
+88 01712-310540, 01743-838123, +88 01711-958668, +88 01670-275864, 02-9125778
ইমেইল: info@anandaresort.com.bd
ওয়েবসাইট: www.anandaresort.com.bd